News update
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     

পাহাড়ের দুর্গম এলাকায় পানি সমস্যা নিরসনে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-05-23, 11:50am

image-91199-1684817498-d16bb869cbf1a554ad1cb3b9c16f92481684821000.jpg




পাহাড়ের দুূর্গম এলাকায় জনসাধারণের পানি সরবরাহ নিশ্চিত করতে রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই প্রকল্পের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগের সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ভূ-উপরিস্থ পরিশোধনাগার নির্মাণ কাজ হিসেবে পার্বত্য জেলা পরিষদের আওতাধীন রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে পাহাড়ী দুর্গম এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। 

পর্যায়ক্রমে প্রকল্পটি দুর্গম পাহাড়ী এলাকায় কার্যকর করা গেলে পাহাড়ী এলাকায় বসবাসরত সাধারণ মানুষের পানি সমস্যা সমাধানসহ একটি প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক ২-৩শতাধিক মানুষ উপকৃত হবে বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে(বাসস) জানিয়েছেন রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সুব্রত বড়–য়া।

তিনি বাসসকে জানান, সমতল এবং পার্বত্য এলাকায় প্রাকৃতিক পরিবেশের অবস্থানগত বিভিন্ন কারণে এ অঞ্চলে জনসাধারণের পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত ও সহজ করতে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ১০টি প্রকল্প পাঠানো হয়েছে। তারমধ্যে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা প্রায়  কোটি টাকা বরাদ্দ পেয়েছি এবং এর মাধ্যমে  প্রকল্পটি বর্তমানে বরকল উপজেলায় বাস্তবায়নাধীন বলে জানান তিনি। 

রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্বাবধানে বরকল উপজেলায় ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে প্রায় ৪৭ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন প্রকল্পের কাজটি জুন মাসের মধ্যেই বাস্তাবায়িত হবে বলে জানিয়ে  জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সুব্রত বড়–য়া বাসসকে আরো বলেন, এ প্রকল্পটি অত্যন্ত পরিবেশ বান্ধব এবং একটি প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক এক একটি এলাকায় প্রায় ২-৩ শতাধিক মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি অনেক মানুষকে একই ছাতার নিচে আনা যাবে, তাই এ প্রকল্পটি জেলার প্রতিটি উপজেলার দুর্গম এলাকায় বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানান তিনি। 

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলা আওয়ামী-লীগের যুগ্ম আহবায়ক সবির কুমার চাকমা বাসসকে বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ী এলাকায় সকল স্থানে পানির স্তর খুজে পাওয়া খুবই কঠিন একটি বিষয়।এখানে উপজেলার বিভিন্ন এলাকায় অনেক রিংওয়েল, ডিপটিউবওয়েল বসানো হলোও শুস্ক মৌসুমে পানি পাওয়া খুবই কষ্ট সাধ্য হয়ে পড়ে। 

এ সমস্যার কথা বিবেচনা করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জনস্বাস্থ্য প্রকৌশলীর মাধ্যমে প্রথম পর্যায়ে বরকল উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক যে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ করছে তা অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছি। এ প্রকল্প বাস্তবায়িত হলে খাবার পানির সংকট অনেকটাই লাঘব হবে বলে জানান তিনি। এ প্রকল্পটি জেলার অন্যান্য উপজেলাতেও বাস্তবায়নের দাবি স্থানীয়দের। তথ্য সূত্র বাসস।