News update
  • Heatstroke claims 15 lives in 14 days: DGHS     |     
  • Forest Deptt deploys teams, drones to monitor Sundarbans fire      |     
  • Sundarbans fire contained after nearly 30 hours     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Tuesday morning     |     
  • Two killed as tractor hits auto-rickshaw in Joypurhat     |     

পাকিস্তানে গাধার সংখ্যা বাড়ছে

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-06-09, 1:48pm

resize-350x230x0x0-image-226826-1686295187-daad9694a54aec3d828342658cef337a1686296924.jpg




পাকিস্তানে গত কয়েকবছর ধরে গাধার সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে দেশটিতে গাধার সংখ্যা বেড়ে ৫৮ লাখে দাঁড়িয়েছে।

পাকিস্তানের ২০২২-২০২৩ অর্থবছরের অর্থনৈতিক জরিপের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

পরিসংখ্যান দেখা গেছে, পাকিস্তানে ২০১৯-২০২০ অর্থবছরে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬ লাখ। এরপর ২০২১-২০২২ অর্থবছরে আরও এক লাখ বেড়ে এই সংখ্যা দাঁড়িয়েছিল ৫৭ লাখে। পরের অর্থবছরে তা বেড়ে ৫৮ লাখে দাঁড়িয়েছে।

গাধার পাশাপাশি পাকিস্তানে গরুর সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশটিতে গরুর সংখ্যা প্রায় ৫৬ লাখ, মহিষ ৪৫ লাখ, ভেড়া ৩২ লাখ ও ছাগলের সংখ্যা প্রায় ৮৫ লাখ। তবে গত চার বছর ধরে উট ১১ লাখ ও ঘোড়ার সংখ্যা ৪ লাখে অপরিবর্তিত রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।