News update
  • Decision to increase age limit for govt jobs up to PM : Minister     |     
  • BNP urges voters to boycott upazila polls     |     
  • Kenya floods death toll at 228 as crisis persists     |     
  • Floods in Brazil kill at least 57, force 70,000 from homes     |     
  • Sundarbans fire: Low tide delaying dousing operation     |     

কবি গোলাম মাওলা জসিমের বই ‘সানাটু’র প্রথম খন্ডের মোড়ক উন্মোচন

বিবিধ 2021-12-11, 11:12pm

263438015_1498980497150536_8138321331140504202_n-57e8dd4ae6077c9a0931428778ecedcd1639242724.jpg

Book publication



কবি গোলাম মাওলা জসিমের ছড়ার বই ‘সানাটু’র প্রথম খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী।

বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি গোলাম মাওলা জসিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাবেক সম্পাদক তৌহিদ হাসান, অভিনেতা মোহাম্মদ আলী, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, নাট্য কর্মী সৌরভ পাল, শাহীন আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রদীপ দেওয়ানজী কবি গোলাম মাওলা জসিমের জন্য শুভ কামনা করেন এবং ‘সানাটু’ প্রথম খন্ড শিশুদের জন্য খুবই ভাল একটি ছড়ার বই বলে মন্তব্য করেন। গোলাম মাওলা জসিম বলেন, ‘বইটিতে শিশুদের জন্য সমসাময়িক বিষয় নিয়ে ছড়া লিখেছি। শিশুদের হাতে বই দিতে হবে। তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে না পারলে ভবিষ্যত প্রজন্ম বই বিমুখ হয়ে যাবে। প্রতি ঘরে যেন বইয়ের একটি তাক থাকে।’

সংবাদ প্রেরক - মোশারফ ভূঁইয়া পলাশ, মোবাইল: ০১৭১১-০১১৮৬৩।