News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

মাদরাসা-ই আলীয়া ঢাকার নিজস্ব ভূমিতে অন্যকান প্রতিষ্ঠান নয়

বিবিধ 2022-01-15, 11:31pm

Aliah Madrasa students demo. File photo



মাদরাসাই-ই আলীয়ার প্রাক্তণ ছাত্রবৃন্দের এক সভায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলা হয় যে, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাই-ই আলীয়ার নিজস্ব ভূমিতে সম্প্রতি সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাদরাসা ও কারিগরী শিক্ষা অধিদপ্তর স্থাপনের সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। উক্ত সভায় প্রাক্তণ ছাত্রবৃন্দ উল্লেখ করেন যে, মাদরাসাই-ই আলীয়ার ছাত্রাবাসের মূল ফটকসহ প্রায় ৩৭ শতাংশ জমি জোর করে দখল করে উক্ত অধিদপ্তর স্থাপনের পায়ঁতারা এবং ছাত্রদের ন্যায্য দাবিতে উপেক্ষা করে প্রতিবাদকারীদের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দেয়া, ছাত্রদের নানাবিধ হুমকি-ধমকি এ সবই মাদরাসাই-ই আলীয়াকে ধ্বংস করার গভীর চক্রান্ত ও নীলনকশার অংশ। তারা বলেন, আমরা অবিলম্বে এহেন অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা বলতে চাই এই মাদরাসা অঙ্গণে জমি দখলের চেষ্টা না করে অন্য যে কোন স্থানে উক্ত প্রতিষ্ঠান স্থাপন করলে আমরা স্বাগত জানাবো।

আজ বিকেলে পুরানা পল্টনে মাদরাসাই-ই আলীয়ার প্রাক্তণ ছাত্র মাওলানা সুরুজুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন যথাক্রমে- মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আজিজুল হক মুরাদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কাজী ছাইফউদ্দিন, অধ্যাপক আব্দুল হামিদ, মুহা. হাবিবুল্লাহ, মোহাম্মদ ইসমাইল ফারুক, এএমএম কামাল উদ্দিন, কেএম শরীয়াতুল্লাহ, মোঃ মিজানুর রহমান, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি