News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

কলাপাড়া রিপোর্টার্স ক্লাব'র সভাপতি মুক্তা, সাধারণ সম্পাদক রাসেল

বিবিধ 2024-07-26, 11:46pm

mukta-and-russel-9416bffa112741d432f88e3c4b697fa61722015970.jpg

Mukta and Russel



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাব'র কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে হারুন অর রশিদ মুক্তাকে সভাপতি ও রাসেল মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 নয় সদস্য বিশিষ্ট এ কমিটি'র অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. ওমর ফারুক ও মো. নাহিদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ পাশা তানভীর, অর্থ সম্পাদক প্রনব নারায়ন বিশ্বাস, প্রচার ও দপ্তর সম্পাদক ইমন আল আহসান, কার্যকরী পরিষদ সদস্য মো. কবির তালুকদার ও মাসুম বিল্লাহ। 

শুক্রবার (২৬ জুলাই) সকাল ১১ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব'র হল রুমে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কলাপাড়া রিপোর্টার্স ক্লাব'র প্রধান নির্বাচন কমিশনার এস.কে রঞ্জন। 

রিপোর্টার্স ক্লাব'র সভাপতি এইচ.আর মুক্তা ও সাধারন সম্পাদক রাসেল মোল্লা নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। - গোফরান পলাশ