News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

দুর্গত এলাকায় উদ্ধারকাজে স্পিডবোট ভাড়ার নামে নৈরাজ্য

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-08-24, 2:04pm

img_20240824_140307-a7ffb05fd6f763956d1b6cbf0fe38d1a1724486693.jpg




ফেনী ও চাঁদপুরসহ বন্যাদুর্গত ১১টি জেলায় কয়েক লাখ মানুষের জীবন বিপর্যস্ত। পানিবন্দি মানুষকে উদ্ধারে স্পিডবোট ভাড়ার নামে চলছে নৈরাজ্যে। সুযোগ বুঝে বোটের মালিকরা অতিরিক্ত টাকা দাবি করছেন বলে অভিযোগ স্বেচ্ছাসেবীদের।

বিশেষ করে চাঁদপুর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা বন্যাদুর্গত মানুষদের সহায়তায় ৩০টি স্পিড বোট নিয়ে ফেনীতে গেছেন।

জানা গেছে, একটি চক্র স্পিডবোট ভাড়ার নামে স্বেচ্ছাসেবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। প্রতিটি বোটের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা দিতে হবে। চাঁদপুর থেকে ট্রাকে করে নেওয়ার ভাড়াও ১০ হাজার টাকা। এ ছাড়া থাকা-খাওয়া সব খরচ বহন করতে হবে উদ্ধারকারী স্বেচ্ছাসেবকদের।

শুক্রবার (২৩ আগস্ট) পর্যন্ত চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা একে একে ৩০টি স্পিডবোট ট্রাকে করে ফেনীর বানভাসিদের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে বোট সিন্ডিকেট চক্রটি প্রতিটি স্পিডবোট ১০ হাজার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে বাধ্য হয়েই প্রতিটি স্পিডবোট খরচসহ ১০ হাজার টাকায় ভাড়া নেন স্বেচ্ছাসেবকরা।

এদিকে দুপুর থেকে চাঁদপুরের কোথাও স্পিডবোট ভাড়ার জন্য পাওয়া যায়নি। পরে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের অর্থায়নে দুটি ইঞ্জিনচালিত নৌকা নগদ টাকায় ক্রয় করে মতলব উত্তর থেকে ট্রাকে করে ফেনীতে নিয়ে যায়।

ফেনীতে বানভাসিদের উদ্ধারে যাওয়া স্বেচ্ছাসেবক খায়রুল আলম জানান, চাঁদপুর থেকে ৩০টি স্পিডবোট ফেনীতে যাচ্ছে। আমাদের ট্রাকে দুটি বোট আছে। তাদের সব খরচ আমাদের বহন করতে হবে। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভাড়া বেশি নিচ্ছে। স্পিডবোট একটি হোক বা দুটি হোক, প্রতি ট্রাক ১০ হাজার টাকা ভাড়া নিচ্ছে।

সংগঠক এইচএম জাকির বলেন, ঢাকা, ফেনী ও চাঁদপুরের বেশ কয়েকটি সংগঠন স্পিডবোট সহযোগিতা চায় আমার কাছে। আমি তাৎক্ষণিকভাবে চাঁদপুরে স্পিডবোট পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বোট ম্যানেজ করে ফেনীতে ট্রাকযোগে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, মানুষ বিপদের সময়েও সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া নেয়। একটা স্পিডবোট ট্রাকে তুলতে লেবার চাহিদা ছয় হাজার টাকা। অথচ স্বেচ্ছাসেবীরা টেনে ট্রাকে তুলে দেয়। অপরদিকে স্পিডবোটের ভাড়া প্রতিদিন ১০ হাজার করে। আর ট্রাক ভাড়া চাঁদপুর হতে ফেনী পর্যন্ত ১০ থেকে ১২ হাজার টাকা।

স্পিডবোটচালক মো. জাকির বলেন, আমাদের চালক কর্তৃপক্ষ থেকে ভাড়া নির্ধারণ হয়েছে। আমাদের সব খরচসহ ১০ হাজার টাকা প্রতিদিন দিতে হবে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ভাড়া যাতে আরও কম নেয় সেই ব্যবস্থা আমরা নেব। তথ্য সূত্র আরটিভি।