News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

আশ্রয়ণের ৬ ঘরে এসি-ফ্রিজ, দুই স্ত্রী নিয়ে বিলাসী জীবন আলতাফের

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-11-21, 10:07am

6a2932da204a0f3013dada769058c3f13dc0b211c9dc57d7-c311d9a0ba0fc591ab9e260b92c1a24a1732162035.jpg




যশোরে ভূমিহীন পরিচয়ে একজনই বাগিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘর। তিনটি ঘরে লাগিয়েছেন এসি। মেঝেতে করেছেন টাইলস। দুই স্ত্রী-সন্তানদের বিলাসী জীবনযাপন নিয়ে সমালোচনা চললেও তাদের দাবি, প্রকৃত ভূমিহীন হিসেবেই ঘর পেয়েছেন।

সরেজমিনে যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের মধুপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে।

তবে জেলা প্রশাসক বলছে, বরাদ্দে অনিয়ম হয়েছে কী না তা খতিয়ে দেখা হবে।

জানা যায়, মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের মধুপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ২২টি ঘর। সাদা রঙের ঘরগুলোর মধ্যে ব্যতিক্রম উত্তর প্রান্তের ৬টি ঘর। দুই বছর আগে গোলাপি রঙের ঘরগুলোর বারান্দা ঘেরা হয়েছে গ্রিল দিয়ে, মেঝে মোড়ানো হয়েছে টাইলসে, তিনটি ঘরে লাগানো হয়েছে দেড় টনের তিনটি এসি। ঘরে রয়েছে মূল্যবান আসবাবপত্র। এমনকি উঠানটিও করা হয়েছে পাকা।

দুই স্ত্রী, সন্তান ও শ্যালিকাসহ ১২ সদস্য নিয়ে ৬ ঘরে বসবাস করছেন স্থানীয় প্রভাবশালী আলতাফ হোসেন।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ঘর বাগিয়েছেন তিনি। এরপর নিজেদের মত করে সাজিয়েছেন। কথিত ভূমিহীন এ পরিবারের বিলাসী জীবনযাপন নিয়ে এলাকায় সমালোচনা চললেও আলতাফ হোসেনের দাবি, প্রকৃত ভূমিহীন হিসবেই তারা ঘর পেয়েছেন। স্বচ্ছলতা ফেরায় শখ পূরণ করেছেন।

আলতাফের স্ত্রী ও ছেলে জানান, টিএনও ও এসিল্যান্ড থেকে এই ঘর বরাদ্দ এসেছে। সবার শখ থাকে, আমাদেরও আছে। আমরা কষ্ট করে নিজের শখ-পূরণ করেছি। সেটা করার মানে এটা না, যে আমরা এ ঘরটা পাবো না।

তারা আরও বলেন, ‘মানুষ পরিবর্তনশীল, আজ খারাপ জায়গায় আছি কাল ভালো থাকবো; এটাই তো স্বাভাবিক।’  

স্থানীয়রা জানান, নামে নামে তাদের ঘর তুলে দেয়া হয়েছে। এটা কীভাবে হয়েছে? একজনের ছয়টা, অন্যজনের চারটা ঘর। এটা বলা মুশকিল। এছাড়া একটা পরিবার ছয়টি ঘর নিয়ে এসি লাগিয়ে থাকছে। আর আমরা একটা ঘর পাচ্ছি না।

যশোর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে বা বরাদ্দে অনিয়ম হয়েছে কীনা তা দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা  নেয়া হবে।’  

২০২১ সালে বরাদ্দ দেয়া দুই শতক জমির উপর নির্মিত আশ্রায়ণের প্রতিটি ঘরে দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের খরচ হয় দুই লাখ ৮৪ হাজার টাকা। সময় সংবাদ।