News update
  • BNP stance on reforms: Vested quarter spreads misinfo; Fakhrul     |     
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     
  • C. A. Dr. Yunus’ China Tour Cements Dhaka-Beijing Relations     |     
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-12-15, 9:39pm

jnprshaasn-mntrnnaalyyer-siniyyr-scib-3c7e784817bd9893b2a7cca8296401191734277179.jpg




জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. মোখলেস উর রহমান বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে।

মোখলেস উর রহমান বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টা কাযালয়ের মূখ্য সচিবকে প্রধান করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ দেওয়া হবে তা ঠিক করা হবে।

মোখলেস উর রহমান আরও বলেন, মহার্ঘ ভাতা কর্মকর্তাদের কম ও কর্মচারীদের বেশি দেওয়া হবে।