News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

পুলিশের শুধু পোশাক পরিবর্তনই সুফল আনবে না, মত বিশ্লেষকদের

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-01-25, 12:59pm

rtertert-0d92f767aa1f729402b87b760e7133e81737788386.jpg




জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে পুলিশ সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশমালাকে ইতিবাচক হিসেবে দেখলেও পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তকে সমালোচনার চোখে দেখছেন সাবেক পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) অপরাধ বিজ্ঞানীরা। পোশাকের তুলনায় পুলিশের আচরণ পরিবর্তনের ওপর গুরুত্বারোপও করেন তারা। সেই সঙ্গে পোশাক পরিবর্তন অতীতেও খুব একটা সুফল বয়ে আনেনি বলে মন্তব্য করেন তারা।

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারে গঠন করা হয় কমিশন। কমিশনের বেশিরভাগ সুপারিশকেই ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশ না থাকলেও হঠাৎ পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে তৈরি হয়েছে নানা সমালোচনা। বিশেষ করে পোশাকের রং বাছাই নিয়ে। নতুন সিদ্ধান্তে পুলিশের পোশাক হবে লোহার রঙের, র‍্যাবের হবে জলপাই আর আনসারের হবে সোনালি গমের রঙ। বিগত দিনেও পোশাক পরিবর্তন হয়েছে। তবে তা পুলিশের সেবার মান বা আচরণ পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারেনি বলে জানান বিশ্লেষকরা।

ব্রিটিশ শাসন আমল থেকে এখন পর্যন্ত বেশ কয়েক বার পরিবর্তন আনা হয়েছে পুলিশের পোশাকে। ২০০৪ সালে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। এরপর ২০০৯ সালেও কিছুটা পরিবর্তন করা হয়। ২০২১ সালেও পুলিশের পোশাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও পরে তা বাস্তবায়ন হয়নি। এখন পুলিশের তীব্র ভাবমূর্তি সংকটের মধ্যে পরিবর্তন হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীও বলছেন, শুধু পোশাক পরিবর্তনই সুফল বয়ে আনবে না, প্রয়োজন বাহিনীর সদস্যদের মানসিকতার পরিবর্তন।  এনটিভি