News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-04-11, 4:45pm

fdrewrqweqw-98f78e7c20e83623f18a2e61d74a8b631744368346.jpg




জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনা যেন থামছেই না। ফাউন্ডেশন থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণার চক্র। এমনই একজন জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে পুলিশের কাছে সোপর্দ করেছে সংগঠনটি।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আফরিন জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দিতে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেন। কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপের ক্ষুদেবার্তায়ও মেলে তার প্রতারণার প্রমাণ।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ থেকে দিলশাদ আফরিনকে বহিষ্কার করে সংগঠনটি। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ‘ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা দেয়ার কতা বলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে টাকা নিয়েছেন আফরিন। ২০ হাজার, ৫০ হাজার ১ লাখ টাকা করে নিয়েছেন তিনি। নাগরিক কমিটির নেতারা এবং ফাউন্ডেশনের লোকজন তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।’

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন জানান, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতসহ বেশি কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। ৮ এপ্রিল তাকে বহিষ্কার করা হয়।

আহত ও শহীদ পরিবারের অর্থ যেন প্রতারকদের হাতে না যায় সে বিষয়ে হুঁশিয়ারি দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, ‘প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ঠেকাতে আমরা সোচ্চার। প্রতারণার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

জুলাই অভ্যুত্থানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের যাচাই বাছাইয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করছে বলে জানান স্নিগ্ধ।