News update
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে মালিকবিহীন ঘোড়া উদ্ধার 

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-04-20, 6:44am

44424242-6ef63810f61a9edefce216bef53231bc1745109878.jpg




ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে মালিকবিহীন একটি ঘোড়া উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঘোড়াটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের শ্রীনগর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শান্তু রহমান।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় একটি ঘোড়া হঠাৎ করে এক্সপ্রেসওয়ের ওপরে উঠে গেলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘোড়াটি এক্সপ্রেসওয়েতে উঠে এলোমেলোভাবে দৌড়াতে শুরু করে। এতে এক্সপ্রেসওয়েতে চলাচলরত গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

জানা যায়, ঘটনার খবর পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন দ্রুত ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় ঘোড়াটিকে এক্সপ্রেসওয়ে থেকে অন্যত্র সড়িয়ে দিতে সক্ষম হয়।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শান্তু রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় ঘোড়াটিকে এক্সপ্রেসওয়ে থেকে তাড়িয়ে দিতে সক্ষম হই।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ইউএনওর নির্দেশে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। কিন্তু ঘোড়াটি খুবই উত্তেজিত ছিল এবং এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছিল। ফলে তাকে এক্সপ্রেসওয়ে থেকে নামাতে আমাদের প্রায় এক ঘণ্টার মতো সময় লাগে।  অবশেষে ঘোড়াটি ঢাকামুখী লেন হয়ে ছুটে এক্সপ্রেসওয়ের বাইরে চলে গেলে অভিযান শেষ হয়।