News update
  • Severe Storms, Tornadoes Kill Over 25 Across South-Central US     |     
  • Colombia seeks to join China-based development bank      |     
  • Guterres again calls for Gaza truce At Arab League Summit     |     
  • India restricts BD RMG imports thu Kolkata, Mumbai seaports     |     
  • BD needs strong lobby with USA in changed situation     |     

পাইলট ছাড়াই আকাশে বিমান, যেভাবে বাঁচলেন দুই শতাধিক যাত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-05-18, 11:19am

img_20250518_111441-d9adbe271dba1985548bd01041c8b1981747545584.jpg




পাইলট ছাড়াই দুই শতাধিক যাত্রী নিয়ে উড়াল দেয় একটি বিমান। এই অবস্থাতেই প্রায় ১০ মিনিট আকাশে ওড়ে ফ্লাইটটি। তবে, সৌভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই বেঁচে ফিরতে সক্ষম হন বিমানটির যাত্রীরা। 

শরীরের ভয়ের শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে স্পেনের লুফথানসার একটি ফ্লাইটে। স্থানীয় সময় শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি।

স্প্যানিশ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ সিআইএআইএসি-এর এক প্রতিবেদনের বরাতে এপি জানিয়েছে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলা যাওয়ার সময় এয়ারবাস এ৩২১ ফ্লাইটে ঘটনাটি ঘটে। ঘটনার সময় মূল রেস্টরুমে ছিলেন এবং কো-পাইলট অজ্ঞান হয়ে পড়েছিলেন।

প্রতিবেদন অনুসারে, উড়োজাহাজটিতে ১৯৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। লুফথানসা এপিকে জানিয়েছে যে তারা তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত এবং তাদের নিজস্ব ফ্লাইট সুরক্ষা বিভাগও বিষয়টি নিয়ে তদন্ত করেছে। তবে, কোম্পানিটি তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।

জানা যায়, ওই ঘটনার সময় অজ্ঞান কো-পাইলট অনিচ্ছাকৃতভাবে উড়োজাহাজ পরিচালনা করেছিলেন। তবে সক্রিয় অটোপাইলটের জন্য বিমানটি স্থিতিশীলভাবে উড়তে সক্ষম হয়েছিল। এপি জানিয়েছে, ওই সময়ের ভয়েস রেকর্ড থেকে জানা গেছে, ককপিটে অদ্ভুত শব্দ হচ্ছিল, যা থেকে বুঝা যায় কো পাইলট অসুস্থ হয়ে পড়েছিলেন।

পরে ক্যাপ্টেন প্রথমে দরজা খোলার নিয়মিত কোড দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, যাতে করে ককপিটে থাকা কো-পাইলট দরজা খুলতে পারেন। ককপিটে প্রবেশ করতে না পেরে পাঁচবার একইভাবে চেষ্টা করলেও কো-পাইলট দরজা খুলতে ব্যর্থ হন। এক পর্যায়ে অনবোর্ড টেলিফোন ব্যবহার করেও কো-পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অবশেষে ক্যাপ্টেন জরুরি কোড টাইপ করে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়ে মাদ্রিদে অবতরণের সিদ্ধান্ত নেন। পরে সেখানে তার সহকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরটিভি