News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

গ্রেফতারে লাগবে পরিচয়পত্র, ১২ ঘণ্টার মধ্যে জানাতে হবে পরিবারকে

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-07-25, 8:06am

37c3b666c5687432fa203f9c916e1779830726b50989243a-5f66f6f8744c971c848d2eed194c18061753409218.jpg




গ্রেফতার করতে যাওয়া পুলিশের নেমপ্লেট ও আইডি কার্ড থাকতে হবে এবং চাওয়া মাত্রই আইডি কার্ড দেখাতে হবে। একই সঙ্গে কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের গ্রেফতারের বিষয়টি জানাতে হবে, এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে সরকার।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ জুলাই) তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানিয়েছেন।

আইন উপদেষ্টা বলেন, ‘এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেফতার করতে যাবেন, তার যথাযথ আইডেনটিটি থাকতে হবে। নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়া মাত্রই এসব দেখাতে হবে।’

তিনি বলেন, ‘কাউকে গ্রেফতারের পর থানায় এনে পরিবারকে জানাতে হবে। কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি সময় নেয়া যাবে না। গ্রেফতার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

আইন উপদেষ্টা বলেন, ‘কেন গ্রেফতার করা হয়েছে, কে গ্রেফতার করেছে, গ্রেফতারের পর পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে— সেসব তথ্য লিখিত থাকতে হবে। এছাড়া গ্রেফতারদের তালিকা পুলিশ সদর দফতরে থাকতে হবে।’

৫৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘পুলিশের সামনে অপরাধ করেছে, এমন হয়ে থাকলে সেক্ষেত্রে পুলিশ গ্রেফতার করতে পারবে। অথবা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকেও গ্রেফতার করতে পারবে। অনলাইনে বেইল বন্ড এবং ডিজিটাল সমনের ব্যবস্থা রাখা হয়েছে।’