News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

আজ বিশ্ব বসতি দিবস

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-10-06, 8:13am

rtytryrtyrt-70723d6f275a4074c752938a74c6eea61759716830.jpg




আজ (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস। ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালন করা হয় বিশ্ব বসতি দিবস বা ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘আরবান ক্রাইসিস রেসপন্স’, এর ভাবানুবাদ করা হয়েছে ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সারা’।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে— সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আলোচনা সভা হবে।

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, গোয়েন লুইস আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

এ ছাড়া আগামীকাল র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে।

দিবসটি উদযাপন উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে একটি প্রদর্শনীর আয়োজন থাকবে।

এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও ‘সবার জন্য আবাসন’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে এমআইএসটি’র প্রফেসর ড. সুদিপ্তী বিশ্বাস ‘রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস : ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপিয়ার্ডনেস’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদ সদস্য উষাতন মেহেরা খুশি ‘অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট এন্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ: ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরস এন্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভলপমেন্ট’ এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর ‘জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

এ ছাড়া সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হবে।