News update
  • Walton Unveils Bangladesh’s Largest Floating Solar Plant     |     
  • Dreams of July Martyrs remain unfulfilled, claim families     |     
  • Metro Rail Halted on Agargaon–Motijheel Section After Fatal Accident     |     
  • Dhaka’s Per Capita Income Rises to USD 5,163     |     
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     

এনআইডির নাম আর জমির দলিলের নাম একই না হলে যা করতে হবে

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-10-24, 5:33pm

tyrtwerewr-90ec0581a4d0a2964528f21b68c6f82c1761305605.jpg




জমির দলিলে থাকা নাম যদি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে না মেলে, তাহলে বিষয়টি ভবিষ্যতে বড় ধরনের জটিলতার কারণ হতে পারে। অনেক সময় এ ধরনের অসঙ্গতির কারণে জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া আটকে যায়। তবে কিছু সহজ পদক্ষেপ নিলেই এই সমস্যা দ্রুত ও আইনসম্মতভাবে সমাধান করা সম্ভব।

কীভাবে করবেন সমস্যার সমাধান

১. স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র নিন

প্রথমে প্রমাণস্বরূপ স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে।

ইউনিয়ন এলাকায় হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে

শহর এলাকায় হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে 

এই প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিলে থাকা নাম ও এনআইডিতে থাকা নাম একই ব্যক্তির।

২. এফিডেভিট তৈরি করুন

এরপর ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিট তৈরি করতে হবে।

এফিডেভিটে উল্লেখ থাকতে হবে যে উভয় নামই একই ব্যক্তিকে নির্দেশ করছে এবং দু’টি নামের মালিক একই ব্যক্তি।

৩. সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করুন

প্রত্যয়নপত্র ও এফিডেভিট একত্রে সংশ্লিষ্ট ভূমি অফিসে জমা দিতে হবে। সঠিকভাবে জমা দিলে নামজারি, হস্তান্তর বা বিক্রির প্রক্রিয়া সহজে ও ঝামেলাহীনভাবে সম্পন্ন হবে।

পরামর্শ

যদি জমির কাগজপত্রে কোনো ধরনের নামের অসঙ্গতি দেখা দেয়, তা অবহেলা না করে দ্রুত ঠিক করুন। প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো যায়।

সংক্ষেপে: নাম না মেললে ভয় নয় প্রত্যয়নপত্র, এফিডেভিট ও সঠিক দাখিলেই সমাধান।