News update
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     

মাইডাসে ব্যবস্থাপনা পরিচালক পদে পুনঃ নিয়োগ পেলেন মুস্তাফিজুর রহমান

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2022-06-22, 12:16am

img_20220622_001759-90e16a99b473a87fd4ea42c33c07c28e1655835529.jpg

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত।



গত ৩০ মার্চ, ২০২২ তারিখে অনুষ্ঠিত মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড (এমএফএল) এর ৩৩৮তম পরিচালনা পর্ষদের সভায়  মুস্তাফিজুর রহমানকে ব্যবস্থাপনা পরিচালক পদে পুনঃ নিয়োগ দেয়া হয়। তিনি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন ২ মে, ২০১৯ সালে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক এর অনুমোদন সাপেক্ষে ২ মে, ২০২২ তারিখ থেকে জনাব রহমানকে পুনরায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করেন       

রহমান ১৯৮৮ সালের জুলাই মাসে আাইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এ কর্মজীবন শুরু করেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আর্থিক খাতে সুদীর্ঘ ৩৪ বছর যাবৎ তিনি কয়েকটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে (ইন্টান্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ভ্যানিক বাংলাদেশ লিমিটেড বর্তমানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং সিভিসি ফাইন্যান্স লিমিটেড) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। বিগত ১৬ বছর তিনি যথাক্রমে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং সিভিসি ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।   

তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে- স্নাতক (সম্মান) ও ১৯৮৭ সালে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কর্মজীবনে দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি।