News update
  • OIC Condemns Israeli Decision to Block Aid Entry into Gaza     |     
  • BRAC Bank raises Taka 700 crore through Subordinated Bond      |     
  • At time of war, nations must stop global order from crumbling     |     
  • Indices, turnover decline in Dhaka, Chattogram stock markets     |     
  • Fire Kills 4 in Dhaka's Shahjadpur     |     

জয়া আহসান আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-03-02, 7:06pm

ewrewrrwdd-c5f58dcb0587bc39bcc011cb7cf729171740920808.jpg




বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী, স্টাইল আইকন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা জয়া আহসান সম্প্রতি দেশের ঐতিহ্যবাহী জুয়েলারি ব্র্যান্ড আমিন জুয়েলার্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। 

এ উপলক্ষে, তিনি সম্প্রতি আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন, যা বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৭, ব্লক-বি তে অবস্থিত। 

এই বিশেষ আয়োজনে জয়া আহসান আমিন জুয়েলার্সের সঙ্গে তার নতুন পথচলার অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি ব্র্যান্ডটির সৃজনশীল ডিজাইন, গুণগত মান এবং ঐতিহ্যের প্রতি তার আস্থার কথা তুলে ধরেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা সাইদুল ইসলাম বেগ, সিনিয়র কনসালট্যান্ট - বিজনেস ডেভেলপমেন্ট, আমিন জুয়েলার্স লিমিটেড, এবং আমিন জুয়েলার্সের বিজ্ঞাপন সহযোগী প্রতিষ্ঠান অ্যাডপেরিয়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আলম। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত অতিথি, গ্রাহক ও গহনা প্রেমীদের জন্য এক্সক্লুসিভ কালেকশনের প্রদর্শনী ছিল। 

প্রায় ৫৯ বছর ধরে বাংলাদেশের জুয়েলারি ইন্ডাস্ট্রিতে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত আমিন জুয়েলার্স, সময়োপযোগী নকশা ও উৎকৃষ্ট মানের গহনার জন্য সুপরিচিত। প্রতিষ্ঠানটির সঙ্গে জয়া আহসানের এই নতুন যাত্রা ব্র্যান্ডটিকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে।

এই অংশীদারিত্ব শুধু একটি প্রচারণামূলক উদ্যোগ নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনার প্রতি মানুষের ভালোবাসাকে নতুনভাবে উদযাপনের একটি সুযোগ। জয়া আহসানের রুচিশীল ব্যক্তিত্ব ও ফ্যাশন সেন্স আমিন জুয়েলার্সের ব্র্যান্ড ইমেজকে আরও আকর্ষণীয় করে তুলবে। 

আমিন জুয়েলার্স তাদের দীর্ঘ ইতিহাসের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে, গহনা প্রেমীদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে। জয়া আহসানের সঙ্গে এই পথচলা ব্র্যান্ডটির এই নতুন অধ্যায়কে আরও উজ্জ্বল করবে