News update
  • Curfew in Gopalganj After Clashes Leave 4 Dead, Dozens Hurt     |     
  • BB Buys $313m to Stabilise Falling Dollar Rate     |     
  • UK Firms Eye Bangladesh for New Investment Sectors     |     
  • Gaza: 875 Killed Seeking Food Amid Blockade, Says UN     |     
  • 14m children did not receive a single vaccine in 2024: UN      |     

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-03-07, 2:59pm

t34543545-845d525daede1b01fce0e5525c85edb61741337940.jpg




দেশের অন্যতম প্রধান ডিজিটাল সেবাদাতা প্ল্যাটফর্ম সহজ বাংলাদেশের শীর্ষস্থানীয় জনসংযোগ সংস্থা বেঞ্চমার্ক পিআর-কে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে। এই পার্টনারশিপের মাধ্যমে সহজ-এর দেশসেরা ব্র্যান্ড হয়ে ওঠার গল্পগুলো আরও শক্তিশালী হবে পার্টনারশিপটি ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর সমাধানে সহজের অগ্রণী ভূমিকাকে সবার সামনে তুলে ধরতে কাজ করবে।  

সহজ বাংলাদেশে অনলাইন টিকিটিং সেবায় পথপ্রদর্শক হিসেবে লাখো মানুষের জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেঞ্চমার্ক পিআর-এর সাথে এই পার্টনারশিপের মাধ্যমে সহজ তার বাজার উপস্থিতি আরও শক্ত করতে ও গ্রাহক ও অংশীজনদের সঙ্গে সংযোগ আরও গভীর করতে চায়। উদ্ভাবনী ও কার্যকর যোগাযোগ কৌশলের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।

বেঞ্চমার্ক পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার বলেন, “একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে সহজ বাংলাদেশের ডিজিটাল খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, এবং আমরা এই যাত্রার অংশ হতে পেরে আনন্দিত। ব্র্যান্ড স্টোরিটেলিং ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশনে আমাদের দক্ষতা সহজকে তার গ্রাহকদের সাথে আরও অর্থবহ সংযোগ স্থাপনে সহায়তা করবে।”

বেঞ্চমার্ক পিআর দীর্ঘদিন ধরে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে জনসংযোগ, কর্পোরেট কমিউনিকেশন ও ডিজিটাল এঙ্গেজমেন্টে অভিজ্ঞতা অর্জন করেছে । এই পার্টনারশিপের মাধ্যমে সংস্থাটি সহজের উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে জানাতে ব্যবহারকারীদের সাথে কার্যকর যোগাযোগ তৈরি করবে।

সহজ-এর চিফ বিজনেস অফিসার তালাত রহিম বলেন, “আমরা বেঞ্চমার্ক পিআরের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত কারণ আমরা আমাদের সেবাকে আরও উন্নত ও সম্প্রসারিত করছি। বর্তমান প্রতিযোগিতামূলক ডিজিটাল প্রেক্ষাপটে কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বেঞ্চমার্ক পিআরের দক্ষতা আমাদের ব্র্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

এই পার্টনারশিপের মাধ্যমে সহজ কার্যকরী ব্র্যান্ড স্টোরিটেলিং, মিডিয়া আউটরিচ ও ডিজিটাল এঙ্গেজমেন্ট সেবা পাবে। এটি সহজকে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর সেবা খাতের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করবে।