News update
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     
  • Teesta activists announce ‘Silent Rangpur’ campaign in 5 districts     |     
  • Ceasefire Offers Lifeline, but Gaza Hospitals in Ruins     |     
  • Christensen calls next election most consequential in decades     |     

থার্ড টার্মিনাল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-05-08, 2:45pm

erewrw434-114beeeadd32f6d040d26be35bb287fd1746693924.jpg




বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় এই টার্মিনাল পরিদর্শন করেন তারা। এসময় তারা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে তিন উপদেষ্টা সিভিল এভিয়েশন অথরিটির সদর দফতরের সম্মেলন কক্ষে বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প সম্পর্কিত এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেশনে অংশ নেন।

ওই সভায় অনলাইনে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।