গাজীপুরের তাসনিয়া ফেব্রিকস লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে। কারখানাটির প্রশাসনিক ভবন ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ১০৭।
সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএ জানায়, গত ৮ মে এই পরিবেশবান্ধব সনদ পেয়েছে তাসনিয়া ফেব্রিকসের প্রশাসনিক ভবন। একই দিন তাসনিয়া ফেব্রিকসের পোশাক কারখানা ভবনও পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এই স্থাপনার প্রাপ্ত নম্বর ১০৬।
তাসনিয়া ফেব্রিকসসহ নতুন করে আরও তিনটি পোশাক কারখানা সুবজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এতে এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৪৩টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ১০১টি, লিড গোল্ড ১২৮টি, লিড সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি।
নতুন করে তালিকায় যুক্ত কারখানা তিনটি হলো- গাজীপুরের তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড এডমিন ভবন, তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড আরএমজি বিল্ডিং ও টাঙ্গাইলের কমফিট গোল্ডেন লিফ। এ নিয়ে লিড স্বীকৃতি পাওয়া বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশের।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।
মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়। সময়।