News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলেন গভর্নর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-05-14, 3:49pm

bd12d74d14d771702c22bab14090648823101b076583e558-2f60a79665a368797a0f304309f13d561747216183.jpg




আগামী বছরের মে মাসের দিকে দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশের মধ্যে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয়ে আয়োজিতে সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, আশা করি আগামী মাসেই (মে মাসের ডাটাতেই) মূল্যস্ফীতি ৮ এর ঘরে চলে আসবে। আর আগামী বছরের এই সময়েই ৫ শতাংশের মধ্যে নেমে আসবে মূল্যস্ফীতি।

 এতে বাজেটে মূল্যস্ফীতির টার্গেট পূরণ করতে সমস্যা হবে না বলেও জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) টাকা ছাড়াও আমাদের চলবে। অনেকেই অনেক কথা বলছিলেন। আইএমএফের টাকা ছাড়া চলবে না। এসব কিছু না। রিফর্ম চলতেই থাকবে। এখন সময় আসছে সামনে যাওয়ার।