News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

খাতভিত্তিক গবেষণায় যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ও আইবিএফবি

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-05-21, 8:12pm

9d2f73d53bce1ad911a6f09aa5bb91959084574f26d5d1e6-6c3501d2ecc60d184e7c1b5d3e6d9fa11747836756.jpg




ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণসহ শিল্পের খাতভিত্তিক গবেষণায় এক সাথে কাজ করবে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং দি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

বুধবার (২১ মে) বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এবং আইবিএফবি-এর মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা চুক্তিতে সই করেন এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান এবং আইবিএফবি–এর প্রেসিডেন্ট লুৎফুন্নিসা সৌদিয়া খান।

চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ গবেষণা ও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে পরস্পরকে তথ্য, উপাত্তসহ অন্যান্য কারিগরি সহযোগিতা প্রদান করবে।

বেসরকারি খাতকে অর্থনীতির গতিধারা সম্পর্কে সঠিক ধারণা এবং দিক-নির্দেশনা দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান।

আইবিএফবি –এর প্রেসিডেন্ট লুৎফুন্নিসা সৌদিয়া খান জানান, তৈরি পোশাকের বাইরেও দেশে অনেক সম্ভাবনাময় শিল্প এবং বিভিন্ন শিল্পে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চুক্তির মাধ্যমে অপ্রচলিত খাতসমূহের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ক্ষেত্র তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি, আইবিএফবি–এর নির্বাহী পরিচালক এস.এম সেলিম রেজা এবং অন্যান্যরা। সময়।