News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

বিক্রয় চালু করলো হোয়াটসঅ্যাপ অপশন ক্রয়-বিক্রয় এখন আরও সহজ ও দ্রুত

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-06-02, 5:47pm

img_20250602_174654-06f47a05acd23ff023dc697b00dd16d31748864876.png




বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় এবার ব্যবহারকারীদের জন্য চালু করেছে একটি নতুন সুবিধা।

এখন থেকে বিজ্ঞাপনের বিস্তারিত পেইজ থেকে ক্রেতারা সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এই ফিচারটি বিক্রয় ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ - উভয় প্ল্যাটফর্মেই চালু হয়েছে।

নতুন এই ফিচারের মাধ্যমে ফোন কল ও চ্যাটের পাশাপাশি বিক্রয়-এর তৃতীয় যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ যুক্ত হলো।

বিজ্ঞাপনের নিচে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলেই একটি প্রি-ফিল্ড (আগে থেকে লেখা) মেসেজসহ চ্যাট চালু হবে, যাতে বিজ্ঞাপনের লিংক বা তথ্য যুক্ত থাকবে। এর ফলে, ক্রেতা-বিক্রেতার যোগাযোগ হবে আরও দ্রুত, সহজ এবং ফলপ্রসূ।

বাংলাদেশে হোয়াটসঅ্যাপ একটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এই প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার ফলে বিক্রেতারা এখন আরও বেশি আগ্রহী ও প্রকৃত ক্রেতার কাছ থেকে বার্তা পাবেন, যা তাদের পণ্য বিক্রি দ্রুত এবং সহজ করতে সাহায্য করবে।

ফিচারটি ব্যবহারে বিক্রেতাদের কোনো আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই। বিজ্ঞাপনে বিক্রেতার প্রথম যে মোবাইল নাম্বারটি দেয়া থাকে, সেটিই স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ যোগাযোগের জন্য ব্যবহৃত হবে।

এ বিষয়ে বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “ব্যবহারকারীদের জন্য আমরা সর্বদা প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও সহজে ব্যবহারযোগ্য সমাধান নিয়ে আসার চেষ্টা করি। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন আমাদের প্ল্যাটফর্মে এমনই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধু ক্রেতাদের নয়, বিক্রেতাদের জন্যও একটি বড় সুযোগ। এখন তারা আরও বেশি আগ্রহী ক্রেতার কাছ থেকে সরাসরি বার্তা পাবেন, যা বিক্রির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার মধ্যে আরও কার্যকর ও সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে।”

বিক্রয় সবসময় জনসাধারণের জন্য ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে আরও সহজ, স্মার্ট ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ ফিচারটি সেই প্রচেষ্টারই আরেকটি উদাহরণ, যা ক্রেতা-বিক্রেতার সংযোগকে আরও শক্তিশালী, দ্রুত ও ব্যবহারবান্ধব করে তুলবে।