News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

রোববার থেকে খুলছে ব্যাংক

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-04-05, 7:00pm

rterwetrewr-f6a186b1ae787718d6282edd478357061743858013.jpg




ঈদের টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে ব্যাংক। একইদিনে বিমা অফিসও খুলছে। গত ৩১ মার্চ পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ ও ১ এপ্রিল নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার।

ঈদুল ফিতরের সাধারণ ছুটি শুরু হওয়ার আগে গত ২৮ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটির দিন। আর ঈদের ছুটি শেষে গতকাল শুক্রবার ও আজ শনিবার হওয়ায় আরও দুদিন ছুটি মিলে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকে সরকারি অফিস। সেই হিসেবে ব্যাংক-বিমার অফিস টানা ৯ দিন বন্ধ থাকে। এই লম্বা ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ফের সরকারি, বেসরকারি অফিস খুলবে। সেই সঙ্গে খুলবে ব্যাংক ও বিমা কোম্পানির অফিস।