News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ঈদের আগেই আসছে নতুন নোট, ছবিতে মসজিদ-মন্দির-প্রকৃতি

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-05-25, 7:22am

321ae22f7a6259a6e0ff36b22523405efc1d771fa5e5e370-29d4ab9b194151eeddfd6ea1e6cbd0201748136145.jpg




ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদুল আজহার আগেই নতুন নকশার নোট বাজারে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (২৪ মে) পিকেএসএফ ভবনে এক অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে গভর্নর আহসান এইচ মনসুর কথা বলছিলেন।

তিনি জানান, ১ হাজার, ৫০ টাকার এবং ২০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেখানে মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনার ও প্রকৃতির ছবি থাকছে।

গভর্নর আহসান এইচ মনসুর বলে, ‘তিনটা নোট আসছে বাজারে খুব শিগগিরই। এটা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে।’

এরআগে, বছরের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে বলে আভাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কী ধরনের স্থাপনার ছবি থাকবে সে বিষয়ে ধারণা দিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক, মন্দিরই হোক বা অন্যকিছু। সেখানে আমরা কোনো পার্থক্য করছি না।’