News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

বাংলাদেশ কমার্স ব্যাংক ও bkash এর মধ্যে রেমিটেন্স সেবা চুক্তি স্বাক্ষরিত

ব্যাঙ্কিং 2025-07-17, 11:36pm

an-mou-has-been-signed-between-bangladesh-commerce-bank-and-bkash-3ccd19c22e37457d6216aa13dc0c4bb31752773804.jpg

An MoU has been signed between Bangladesh Commerce Bank and bkash.



বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও bkash এর মধ্যে রেমিটেন্স সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান। 

অন্যান্য পরিচালকগনের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ মোশারফ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহিরুল আলম। 

উপস্থিত অতিথিগণ গ্রাহক সেবার মান উন্নয়ন ও সর্বোপরি গ্রাহকের সন্তুষ্টির ব্যাপারে মূল্যবান মতামত প্রদান করেন। বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর পক্ষে জনাব মোহাম্মদ মোশারফ হোসেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং bkash এর পক্ষে জনাব আলি আহাম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং bkash এর রেমিট্যান্স ও ফিন্যান্সিয়াল সার্ভিসের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ জাহিদুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় বাংলাদেশ কর্মাস ব্যাংক লিঃ সরাসরি নিজ ব্যাংকের গ্রাহক, বিকাশের গ্রাহক ও অন্য ব্যাংকের গ্রাহকদের রেমিটেন্স সেবা প্রদান করতে পারবে। - প্রেস বিজ্ঞপ্তি