News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

রমজানে নিত্যপণ্য আমদানির অর্থ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-11-13, 9:56am

45t43534534sdfs-075431fc0394ba76740feb6412b0aaae1763006210.jpg




আগামী রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও মূল্য স্থিতি বজায় রাখতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের আমদানিকারকেরা এখন থেকে তিন মাস পর্যন্ত বিল পরিশোধের সুযোগ পাবেন।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ৯০ দিনের বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় আমদানির অনুমতি দেয়া হয়েছে। এখন থেকে আমদানিকারকরা চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর সরবরাহকারী বা ক্রেতার ঋণ ব্যবস্থার অধীনে সর্বোচ্চ ৯০ দিনের মেয়াদে আমদানি করতে পারবেন।

এই সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। যা আমদানিকারকদের পরিশোধ ব্যবস্থাপনায় নমনীয়তা প্রদান করবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ১১ নভেম্বর চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর-এই ১০ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিত নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।