Process has been started to give Kalapara farmer Sarwar his land back,
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ১০ বছর পর আদালতের মাধ্যমে জমি বুঝে পেলেন কৃষক সরোয়ার। ক্রয়কৃত জমির দখল পেতে ২০১৬ সালে আদালতে মামলা দায়ের করেন ভূক্তভোগী সরোয়ার। দীর্ঘ বছর বিচারিক কার্যক্রম শেষে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালত কৃষক সরোয়ারের পক্ষে রায় দেন। সোমবার (২৬ মে) সকালে আদালতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাকে জমি বুঝিয়ে দেয়া হয়। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ভূক্তভোগী গোলাম সরোয়ার জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক সরদার গংদের সাথে সাড়ে ৫ শতাংশ জমি নিয়ে তার দীর্ঘ ১০ বছর ধরে মামলা ছিলো। বিবাদীরা ওই জমিতে অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিয়ে আসছিলো। অবশেষে আদালতের রায় পেয়ে ম্যাজিষ্ট্রেট, কমিশন ও প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানের মাধ্যমে তিনি জমি বুঝে পেয়েছেন। দীর্ঘ বছর পর হলেও আদালতের সঠিক রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এ্যাডভোকেট কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, আদালতের রায় অনুযায়ী ডিগ্রীদারীকে জমি বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। তাই ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শেষে তাকে জমি বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে। - গোফরান পলাশ