News update
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     

দুর্নীতিবাজদের অবৈধ অর্থে মসজিদের নগরী পাপের নগরীতে পরিণত হয়েছে

মতামত 2021-06-19, 11:06am

Dhaka - A city of lights. Creativee Commons.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতির করে হাতে গোনা কিছু মানুষ আঙ্গুল ফুলে বট গাছ বনে যাবার ফলে মসজিদের নগরী ঢাকা এখন মাদক কারবারি, বেহায়া ও বেলেল্লাপনার নগরীতে পরিণত হয়েছে। পাপের নগরীতে পরিণত হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রত্যেকটি মানুষ মাথাপিছু প্রায় ১ লাখ টাকা ঋণগ্রস্ত। এহেন পরিস্থিতিতে ৫০ লাখের অধিক টাকা দিয়ে যারা ক্লাবের সদস্য হয়ে প্রতিদিন গ্যালনের পর গ্যালন মদ পান করে এবং বেহায়া-বেলেল্লাপনা করে সমাজ, রাষ্ট্রকে বিষবাম্প ছড়ায় তাদের অতীত বর্তমান ও অর্থের উৎস খুঁজে বের করা সময়ের দাবীতে পরিণত হয়েছে।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকার পরেও প্রশাসনের নাকের ডগায় বসে বিনা বাধায় গ্যালনের পর গ্যালন মদ বিক্রয়, মদ পান, অভিজাত এলাকায় ডিজে পার্টি আয়োজন, ফ্লাটে অবাধে দেহব্যবসার বিস্তারের খবর দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। পীর আউলিয়ার পূণ্যভূমি বাংলাদেশের রাজধানী মসজিদের নগরী ঢাকায় মদ্যপদের আস্তানা অশ্লীলতায় ভরপুর সকল ক্লাব, ডিজে পার্টি নিষিদ্ধ করাসহ দেহব্যবসা বন্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। - প্রেস রিলিজ