News update
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     
  • Remittance Surpasses $10b in Four Months of FY 2025-26     |     
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     
  • Over 100 Killed in Brazil’s Deadliest Rio Police Raid     |     
  • Alphabet Tops $100 Billion Quarter as AI Drives Surge     |     

অটো রিকশা ও ভ্যান চালকদের নিমর্মতার দিকে ঠেলে দিবেন না

মতামত 2021-06-28, 10:51am

islami andolan bangladesh official logo. Zubair Ahosan. Creative Commons



বিদ্যুৎ অপচয় রোধ করতে গরিবের অটো রিকশা নয়, বড় লোকের এসি বন্ধ করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনায় যখন সাধারণ মানুষের জীবন চরম বিপর্যস্ত সেই মুহুর্তে ব্যাটারী চালিত রিকশা ও ভ্যান বন্ধ করে দিয়ে প্রায় ৫০ লাখ শ্রমিককে বেকার করার অমানবিক সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। পুনর্বাসনের ব্যবস্থা না করে অটো রিকশা ও ভ্যান চালকদের নিমর্মতার দিকে ঠেলে দেয়া অন্যায়।
আজ এক বিবৃতিতে মুফতী ফয়জুল করীম বলেন, দেশের সম্পদ লুটেপুটে যারা বিদেশে টাকার পাহাড় বানাচ্ছে, তাদের পাচারকৃত টাকা ফিরিয়ে এনে শ্রমিক শ্রেণির মানুষের মাঝে বিতরণ করে দিন। দুর্ঘটনার যে অজুহাত তুলে ধরা হয়েছে এটা অনেকটাই অমূলক কারণ দুর্ঘটনা শুধু অটোরিকশা ও ভ্যানে হয় এমনটি নয় দুর্ঘটনা বাস গাড়ি ট্রাক এমনকি প্লেন দুর্ঘটনা হয়ে থাকে সুতরাং এই ঠুনকো অজুহাতে প্রায় ৫০ লক্ষাধিক মানুষের জীবিকা বন্ধ করে দেয়ার সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা  করতে হবে। - -মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম