News update
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     

নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মানবাধিকার 2024-08-03, 12:58am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1722625124.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী ও তার পরিবারের সদস্যদের নির্যাতন সহ্য করতে না পেরে সুমী আক্তার (১৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনার পর পরই স্বামী ইব্রাহিম (২৫) ও দেবর সাইদুল (২০) প্যাদাকে আটক করেছে পুলিশ। এঘটনায় ওই গৃহবধুর বড় ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৩ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল রাতে স্বামী ইব্রাহিমের সঙ্গে গৃহবধূ সুমী আক্তারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর সহ মানসিক নির্যাতন করে। পরে সুমি তার স্বামীর ঘরের পাশের কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। তাৎক্ষনিক স্থানীয়রা ওই গহবধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। - গোফরান পলাশ