News update
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     
  • Recruiting agencies’ explosive growth in BD unchecked: RMMRU     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Thursday morning     |     
  • LPG Traders Announce Nationwide Halt to Cylinder Sales     |     

কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

মানবাধিকার 2025-06-25, 1:03am

kalapara-girl-stages-sit-in-at-her-lover-to-press-for-marriage-76f057ac9a59cf2bc3cafa0ca34258bc1750791810.jpg

Kalapara girl stages sit-in at her lover to press for marriage.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে তারেক মৃধা (২৫) নামের এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছে কলেজ পড়ুয়া এক তরুনী (২০)। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ওই যু্বকের বাড়িতে ওই  তরুনী অবস্থান নেয়। এসময় ওই যুবকের মা ওই তরুনীকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যায় বলে ওই তরুনীর অভিযোগ। পরে ওই তরুনী ফের ওই যুবকের বাড়িতে অবস্থান নেয়। ওই তরুনী ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য এইচএসি পাশ করেছেন।

তরুনী জানায়, প্রায় দেড় বছর আগে কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার ওই তরুনীর সঙ্গে বৈশাখী মেলায় বসে তারেকের পরিচয় হয়। পরে তাদের মধ্যে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুনীকে নিয়ে তারেক কুয়াকাটা সহ বিভিন্ন এলাকায় ঘুরতে যায় এবং রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে তারেক তাদের সম্পর্ক অস্বীকার করে এবং ওই তরুনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। 

এ বিষয়ে তারেকের মুঠোফোন বন্ধ পাওয়া গেলেও তার পিতা ফারুক মৃধা বলেন, তার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। - গোফরান পলাশ