News update
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাতৃবিয়োগ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-12-30, 12:04pm




ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি ৯৯ বছর বয়সে মারা গেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মোদি টুইট করেন, ‘এক গৌরবময় শতাব্দী এখন সৃষ্টিকর্তার পায়ের কাছে।’ তিনি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে গুজরাটে যাচ্ছেন।

প্রায়ই মায়ের কাছে গুরুত্বপূর্ণ উপলক্ষ ও উৎসবগুলোতে আশীর্বাদ নিতে যেতেন ভারতীয় প্রধানমন্ত্রী।

গত ১৮ জুন মা হীরাবেনের ৯৯তম জন্মবার্ষিকীতে মোদি লিখেছিলেন, মায়ের জীবন ও আত্মত্যাগ কারণে তার মন, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস গড়ে উঠেছে।

তিনি লেখেন, আমার মা যতটা সরল, ততটাই তিনি অসাধারণ। ঠিক সব মায়ের মতোই।

গত ৪ ডিসেম্বর শেষবার তাদের জনসমক্ষে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন নিজ রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচন উপলক্ষে বাড়িতে গিয়েছিলেন মোদি। হীরাবেন মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে থাকতেন।

১৯২৩ সালে গুজরাটের মেহসানা জেলার ভিসনগরে জন্মগ্রহণ করেন হীরাবেন। তার মৃত্যুতে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ ও মন্ত্রী। তথ্য সূত্র : বিবিসি।