News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

একইদিনে ঈদ হতে পারে সৌদি ও পাকিস্তানে!

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2024-04-09, 10:11am

660a0ac7ba35066cb0379b4760860884c936e5f662c0c535-a1979714cf8997cd0f679790c2d7bbf41712635863.jpg




পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায়, বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপিত হবে। 

সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয় গত ১১ মার্চ। অন্যদিকে, পাকিস্তানে রমজান মাস শুরু হয়েছে সৌদি আরবের একদিন পর ১২ মার্চ। তবে রমজান মাস একদিন পরে শুরু হলেও, সৌদি আরব ও পাকিস্তানে একইদিনে ঈদ হতে পারে।

সোমবার পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল জানিয়েছে, ‘মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ১০ এপ্রিল ঈদুল ফিতর পালিত হবে।’

গবেষণা কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিকে এক সাক্ষাৎকারে জানান, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১টা ২১ মিনিটে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদটির বয়স হবে ১৯ ঘণ্টা ১৪ মিনিট। যার অর্থ মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে সন্ধ্যায় চাঁদ দেখা যাবে। সন্ধ্যার পর চাঁদটি আকাশে ৩৬ মিনিট পর্যন্ত থাকবে। 

পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি অনেকটা নিশ্চিত করেই বলছে যে, বুধবারই দেশটিতে ঈদ হতে পারে। ফলে পাকিস্তান ও সৌদিতে একইদিনে ঈদ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

পাকিস্তানের মতো বাংলাদেশেও ১২ মার্চ রমজান শুরু হয়েছিল। তবে বাংলাদেশে ৩০টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বৈঠকে বসছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপর আনুষ্ঠানিকভাবে জানানো হবে কবে উদযাপিত হবে ঈদ। সময় সংবাদ।