News update
  • WHO Calls for Immediate Rollout of HIV Prevention Jab     |     
  • Rooppur NPP’s Digital Operator Asst in Russia starts trial      |     
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     

দেশে দেশে ঈদের তারিখ ঘোষণা, কোথায় কবে?

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-03-30, 10:09am

rere3534-716caf45a962ed5b593997409690a78c1743307764.jpg




সৌদি আরবে আজ রোববার (৩০ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদি রয়েল কোর্ট থেকে দেশবাসীর জন্য পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা দেয়া হয়। এদিন বিশ্বের আরও কিছু দেশে পালিত হবে ঈদ। তবে অন্যান্য অনেক দেশে সোমবার (৩১ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে।

শনিবার সৌদি আরবের বিভিন্নস্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য চলে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানায় সৌদির সুপ্রিম কোর্ট।

এদিকে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরপরই প্রবাসী বাংলাদেশিরা, দেশে থাকা স্বজনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশেও এদিন চাঁদ দেখার আয়োজন করা হয়। 

গালফ নিউজ জানিয়েছে, রোববার ঈদ উদ্‌যাপন করবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ। তবে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় পাকিস্তান, ইরান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ অনেক দেশে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে। 

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার সকালে রাজধানীর বেশ কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৭টায় পান্থপথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া আরও কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায়ও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

জানা গেছে, চাঁদপুরের অর্ধশত গ্রামেও উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর। মাদারীপুরের ২৫টি গ্রামের ৩০ হাজার মানুষ পালন করছেন ঈদুল ফিতর।

প্রতি বছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদ্‌যাপন নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের অনেক স্থানেই পালিত হয় ঈদের আনুষ্ঠিকতা। এবারও এর ব্যতিক্রম হয়নি।