মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যাটিকানের নতুন নির্বাচিত পোপ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট-কে অভিনন্দন জানিয়েছেন। পোপ লিও চতুর্দশ নাম ধারণ করা এই ধর্মগুরু ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। বৃহস্পতিবার (৯ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘অভিনন্দন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট, যিনি এইমাত্র পোপ নির্বাচিত হয়েছেন। প্রথম আমেরিকান পোপের জন্ম আমাদের জন্য গর্বের। কী উত্তেজনাপূর্ণ মুহূর্ত! মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি এক মহান সম্মান। আমি পোপ লিও চতুর্দশের সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আশা করছি এটি হবে অত্যন্ত অর্থবহ এক মুহূর্ত!’
এই নির্বাচন মার্কিন-ভ্যাটিকান সম্পর্কে নতুন গতিশীলতা আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পোপের প্রথম বৈঠক বৈশ্বিক নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, অভিবাসন নীতি ও গরিব দেশগুলোর জন্য ঋণ মওকুফের ক্ষেত্রে নতুন পোপের ভূমিকা গুরুত্বপূর্ণ।