জাতীয় প্রেস ক্লাব সদস্য এবং তাদের পরিবারবর্গের জন্য ফ্রি কিডনি ও লিভার চিকিৎসা ক্যাম্প আজ শুক্রবার ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিঃ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের প্রায় চারশ’ সদস্য এবং তাদের পরিবারবর্গের রক্তের স্যাম্পল সংগ্রহ করা হয়।
আজ (শুক্রবার) ৯ মে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে ২ দিনব্যাপী কিডনি ও লিভার চিকিৎসা শিবির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন। উপস্থিত ছিলেন ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি। ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মোঃ হিরো মিয়া সহ ল্যাব টেকনিশিয়ান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আগামী ১২ মে সোমবার রিপোর্টের ভিত্তিতে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেয়া হবে।