News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

বাইডেনের ক্যানসার আক্রান্তের খবরে যা বললেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-05-19, 7:01am

a73fa51463380288adbcf08e7d3096f03b4ac803e1686410-7b1f8052e4fadaae52f33f507231500e1747616469.jpg




সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা তার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এ খবর প্রকাশ্যে আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে সাবেক এ প্রেসিডেন্টের ক্যানসার আক্রান্তের তথ্য জানানো হয়।

তার রোগ নির্ণয়ের খবর ছড়িয়ে পড়ার পর, দল-মত নির্বিশেষে অনেকেই বাইডেনের পাশে দাঁড়িয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘জো বাইডেনের সাম্প্রতিক রোগ নির্ণয়ের খবর শুনে দুঃখিত’। 

মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, আমরা জিল (সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন) এবং তার পরিবারের প্রতি আমাদের উষ্ণ এবং শুভকামনা জানাই। আমরা জো বাইডেনের দ্রুত এবং সফল আরোগ্য কামনা করি।

রোববার বাইডেনের ব্যক্তিগত কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। হাড়ে মেটাস্ট্যাসিসসহ যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।’ 

এতে আরও বলা হয়েছে, ‘এটি রোগের আক্রমণাত্মক রূপের প্রমাণ হলেও, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে, যা কার্যকর ব্যবস্থাপনা বা চিকিৎসার সুযোগ করে দেয়।’ 

৮২ বছর বয়সি বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এই সপ্তাহান্তে বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনে তার বাড়িতে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সূত্র: বিবিসি, সিএনএন