News update
  • Interim govt plans promotion drive to boost bureaucracy     |     
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     

জোটে জামায়াত থাকছে কি না, যা বললেন ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-08-29, 11:15pm

resize-350x230x0x0-image-189833-1661789103-97710fb9fa1a92c3416cd3c624d476761661793330.jpg




২০-দলীয় জোটে না থাকা সংক্রান্ত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের ভাইরাল ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের এখনই কোনো উত্তর দিতে চান না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

২০-দলীয় জোটে জামায়াতে ইসলামী থাকছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন বলে লাভ নেই। আপনারা (সাংবাদিকরা) কী বলবেন, সেটাও আমি জানি। আমি উত্তর দেব না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আরও বলেন, আপনার গণতান্ত্রিক অধিকারকে সম্মান রেখেই বলছি, আমারও গণতান্ত্রিক অধিকার আছে সেটার উত্তর না দেওয়ার। আপনাদের ধন্যবাদ।

এর আগে জামায়াতে ইসলামীর মজলিশে শূরার এক ভার্চুয়াল সভায় দলটির আমির শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে শফিকুর রহমানকে বলতে দেখা যায়, ‘২০-দলীয় জোট আর কার্যকর নেই। বিএনপি এই জোট কার্যকর করতে চায় না। বছরের পর বছর ধরে এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না। আমরা তাদের (বিএনপি) সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। এর সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ আছে জামায়াতে ইসলামী। তথ্য সূত্র আরটিভি নিউজ।