News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

ধামরাইয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2024-01-04, 10:33am

image-338221-593af1f565dc57fbcd09342222ab6d531704342829.jpg




নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানী ধামরাইয়ে মিছিল করেছে বিএনপি।

এ সময় পুলিশ বাধা দিতে গেলে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তথ্য সূত্র আরটিভি নিউজ।