News update
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     

সংবাদ সম্মেলনে আসছে বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-02-07, 9:16am

images-29-5fe55f10f79695d6e8bec0553a481b721707275815.jpeg




চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত থাকতে পারেন।

সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে মিয়ানমার ইস্যুসহ দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়গুলোও তুলে ধরা হবে।

এ ছাড়া কারাগারে থাকা বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটি ও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের জামিন না পাওয়াসহ সার্বিক বিষয়ও তুলে ধরবে দলটি। তথ্য সূত্র আরটিভি নিউজ।