News update
  • Ananda Shobhajatra Marks Pahela Baishakh at DU     |     
  • Nuclear fusion record brings dream of clean energy closer     |     
  • Pahela Baishakh being celebrated amid Festivities     |     
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     

বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুট সীমাহীন পর্যায়ে পৌঁছেছে -পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2024-05-31, 11:19pm

pir-shaheb-of-charmonai-mufti-syed-muhammad-rezaul-karim-addresing-a-doa-mahfil-in-dhaka-on-thursday-a5da841a04e9fc69db5270178708933c1717175959.jpg

Pir Shaheb of Charmonai Mufti Syed Muhammad Rezaul Karim addresing a doa mahfil in Dhaka on Thursday.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে এখন কর্তৃত্ববাদী শাসন চলছে। জনগণের ভোটাধিকার নেই। জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। মানুষ অর্থনৈতিকভাবে মারাত্মক সমস্যায় জর্জরিত। তিনি বলেন, দুর্বৃত্তায়িত অর্থনীতির ফলে দুর্বৃত্তায়িত রাজনীতির জন্ম দিয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেয়া হয়েছে। ঋণের বোঝা দিন দিন বেড়েই চলছে। এভাবে বিদেশী ঋণের মাধ্যমে দেশকে মারাত্মক সমস্যা ফেলেছে। তিনি বলেন, লুটপাট, বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুট সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। অবস্থা চলতে পারে না।
বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন রহ. এর জীবন শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, দলের যুগ্ম-মহাসচিব, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব কেএম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, মাওলানা এস এম আজিজুল হক। সংগঠনের মাদারী জেলা সভাপতি হাজী আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি আল আমীন বিএ ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া মাহফিলে ওলামায়ে কেরামসহ জেলা থানা নেতৃবৃন্দ। - প্রেস বিজ্ঞপ্তি