News update
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     

জনগণ আওয়ামী কারাগার থেকে মুক্তি চায় -মুসলিম লীগ

নবাব সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ

রাজনীতি 2024-06-09, 12:37am

speakers-at-a-discussion-meeting-on-the-153rd-birth-anniversary-of-nawab-sir-salimullah-in-dhaka-on-8-june-2024-e66167d52b950cacb6d12f591cf6e9d81717871861.jpg

Speakers at a discussion meeting on the 153rd birth anniversary of Nawab Sir Salimullah in Dhaka on 8 June 2024



ভারতীয় উপমহাদেশের নির্যাতিত ও শোষিত জনগণকে দখলদার বিধটিশদের কারাগার থেকে মুক্ত করতে দুরদর্শি নবাব সলিমুল্লাহ ১৯০৬সালে ঢাকা থেকে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা করেছিলেন, তার ফসল ১৯৪৭সালে ভারত বিভক্তি যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা। যে লক্ষ্য নিয়ে নবাব সলিমুল্লাহ মুসলিম জাতিসত্তা রাজনীতির প্রাণ সঞ্চার করেছিলেন সে লক্ষ্য-উদ্দেশ্য আজো পুর্নতা পায়নি।  ̄স্বাধীন বাংলাদেশের জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে আজ আওয়ামী দুঃশাসনের কারাগারে বন্দী যা থেকে জনগণ মুক্তি চায়।

মুসলিম জাতিসত্তা রাজনীতির প্রাণপুরুষ মুসলিম লীগ প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ অগনিত শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, আধুনিক ঢাকার রূপকার, নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ০৮ই জুন, ২০২৪ বেলা ০৩.০০টায় ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সেমিনার হলে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি ঢাকা মহানগরী দক্ষিণ আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহবুবু উদ্দিন খোকন, লেবার পার্টির সভাপতি ডা. মু ̄স্তাফিজুর রহমান ইরান, জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী জেনারেল এড মোয়াজ্জেম হোসাইন হেলাল, জমিয়ত উলামায়ে ইসলামের নায়েবে আমির আব্দুর রব ইউসুফী, এবি পার্টির মহাসচিব মজিবুর রহমান মঅঞ্জু গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক অবঃ কর্নেল মিয়া মশিউজ্জামান ও সদস ̈ সচিব ফারুক হাসান, এনডিএম মহাসচিব মমিনুল আমিন, মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, সহ-সভাপতি নজরুল ইসলাম ও এডভোকেট আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি