News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

ইসলামকে যারা সহ্য করতে পারে না তারাই ফ্যাসিবাদের দোসর

-দাউদকান্দির গণসমাবেশে পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2024-10-02, 1:48pm

charmonai-pir-saheb-mufti-syed-muhammad-rezaul-karim-addressing-a-mass-rally-of-iab-at-daudkandi-cumilla-on-wednesday-02-sept-2024-a2188e42b57e8907ea1fccaa23208a261727855339.jpg

Charmonai Pir Saheb Mufti Syed Muhammad Rezaul Karim addressing a mass rally of IAB at Daudkandi, Cumilla on Wednesday 02 Sept 2024.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী শাসন কায়েমের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে। যারা বিগত দিনে দেশ চালিয়েছে তারা দেশকে চোরের রাজ্যে পরিণত করেছে। এই চোরদের হাত কেটে দেয়া উচিত। ফ্যাসিবাদী সরকার দেশপ্রেমের দোহাই দিয়ে দেশকে লুটেপুটে খেয়েছে। তারা কখনো দেশকে ভালোবাসেনি। সে জন্য ভালো কিছু  করতে পারেনি। তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আর ক্ষমতাশীলরা দেশের টাকা বিদেশে পাঁচার করে সেকেন্ড হোম তৈরি করে। এরা দুর্নীতিবাজ,লুটেরা। এই দুর্নীতিবাজদেরকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। মুফতী রেজাউল করীম আরো বলেন, ৫৩ বছর পর ৫ আগস্ট পুনরায় ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে পুনরায় আমরা স্বাধীনতা লাভ করেছি। অন্তবর্তীকালীন সরকারের উচিত দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তি প্রতিষ্ঠা করা। আগামী নির্বাচন (চজ) পদ্ধতির মাধ্যমে করে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি পৌর সদর শহীদ রিফাত শিশু পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব  কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখা সভাপতি মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এইচএম আব্দুর রশিদ মাহমুদী যুব আন্দোলনের সভাপতি সাইফুল্লাহ সাইফ এবং আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার  আশরাফুল আলম, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ শামসুদ্দোহা আশরাফী, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী। বক্তব্য রাখেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র হাজী ভি পি মোহাম্মদ আব্দুস সাত্তার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি। এছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, ফ্যাসীবাদী সরকারের দোসররা এখনও সক্রিয়। তাার ইসলামকে মোটেও সহ্য করতে পারে না। ইসলামী শিক্ষা ও সিলেবাস নিয়ে যে কোন চক্রান্ত রুখে দিতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামের নাম শুনলে গায়ে জ্বালা ধরে তারা দেশ, ইসলাম ও মানবতার শত্রু। তারা ফ্যাসিবাদের দোসর। এদেরকে বয়কট করতে হবে।  - প্রেস বিজ্ঞপ্তি