News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-28, 7:17am

img_20250228_071637-35c9db7cfec6e57d317adcf5935cb6601740705426.jpg




নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউতে উত্তর পাশের লেনে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে প্রস্তুত করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মূল মঞ্চ। 

জানা গেছে, জাতীয় সংসদ ভবনের কাছে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেনস পার্টি)। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে দলটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে। এ উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া গণঅভ্যুত্থানে অবদান রাখা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, তারাও এতে অংশ নেবেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপরে জুলাই বিদ্রোহের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের বক্তব্য থাকবে। এ ছাড়া, জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হবে। জাতীয় নাগরিক পার্টির পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের পতে পারে। তবে, শুক্রবার আংশিক কমিটি ঘোষণা করা হবে। এতে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হচ্ছেন। এ ছাড়া, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদের নাম চূড়ান্ত হয়েছে। আরটিভি