News update
  • Bangladesh's Forex Reserves Cross $25 b Ahead of Eid     |     
  • Sedition case against Hasina, 72 others over online meeting     |     
  • Shab-e-Qadr observed with special prayers March 27 night     |     
  • Bangladesh’s forex reserves cross $25 billion ahead of Eid     |     
  • Bangladesh to Japan: A New Era of Workforce Diplomacy      |     

আধুনিক রাজনৈতিক কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-20, 10:50pm

ewrewrwer-ce786a34632e051a25f80d04c67389221742489433.jpg




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে একটি সুসংগঠিত ও আধুনিক রাজনৈতিক কাঠামো দরকার। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষেই এগিয়ে যাচ্ছে। আমরা বরিশালের মানুষের সেবা ও অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বুধবার (২০ মার্চ) বিকেল ৫টায় বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির পতন ঘটলেও আমাদের রাজনীতিতে এখনও সেই পুরোনো মানসিকতা ও ব্যবস্থাপনা রয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি সেই রাজনীতির ধারা বদলাতে চায়। জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে, গণঅভ্যুত্থানের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা একটি নতুন দিনের সূচনা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘যারা পরিবর্তন চায়নি, তারা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। যারা পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারবে না, তারাও বিলীন হয়ে যাবে। আমাদের সামনে একমাত্র পথ পরিবর্তন, সংস্কার এবং ন্যায়বিচার। পুরোনো রাজনীতির পুনরাবৃত্তি আমরা চাই না, বরং নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে চাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সত্যিকারের রাজনৈতিক সংস্কার চাই। শুধু ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে আমরা মাঠে নেমেছি। দীর্ঘদিন ধরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, আমরা আশা করি, তারা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সংহতি প্রকাশ করবেন।’

বরিশালের রাজনৈতিক কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, ‘বরিশালের সংগঠকদের জন্য এটি একটি বিশাল অর্জন। বাংলাদেশ এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সেই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হচ্ছে জনগণ। আমাদের ঐতিহাসিক দায়িত্ব হলো এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখা।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমি বিশ্বাস করি, বরিশাল এনসিপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখানকার ছাত্র-জনতা যে সাহসিকতা দেখিয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সেই চেতনা নিয়েই এনসিপি বরিশাল থেকে নতুন এক দিগন্তের সূচনা করবে।’

তিনি বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো সুবিধাবাদী গোষ্ঠী আমাদের আন্দোলনের মধ্যে প্রবেশ করতে না পারে। চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পরিবর্তন আনতে হলে আমাদের নিজেদেরকেই আগে শুদ্ধ হতে হবে।’

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার চাই। সেই সংস্কারের ভিত্তিতেই আমরা নির্বাচনের পথে যাবো। আমাদের নির্বাচনের কাঠামো হবে গণপরিষদ নির্বাচন, যেখানে জনগণের সত্যিকারের মতামত প্রতিফলিত হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকে সামান্য সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা বলছি নূন্যতম পরিবর্তন দিয়ে কিছুই হবে না। আমাদের প্রয়োজন মৌলিক ও গুণগত পরিবর্তন। জনগণের দাবি বাস্তবায়ন করতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এটিকে অটুট রাখবো। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপস করবো না। আমাদের লক্ষ্য একটা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়া।’

সভায় সিনিয়র দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  সময় সংবাদ