News update
  • EU leaders condemn breakdown of Gaza ceasefire     |     
  • Weaving passion of a Jamdani artisan in Chandpur     |     
  • Bangladesh condemns Israeli military aggression in Gaza     |     
  • WTO: Standing Tall as the Winds Howl     |     
  • HC orders screening of film 'The Remand' on July Uprising     |     

আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-21, 7:04pm

ewrere-3f4a3d86c37fce8b3e47bc29e05f503c1742562267.jpg




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। 

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা এমন কোনো পদক্ষেপ নেব না, যেটা আমাদের ভুল পথে নিয়ে যায়।

বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন মামলা ও নানা সমস্যার কারণে নির্বাসিত থাকলেও খুব শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান।

এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, দেশের ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে। আরটিভি