News update
  • Oleg Gordievsky, UK's most valuable spy inside KGB, dies     |     
  • Munshiganj potato farmers grapple price after bumper harvest     |     
  • UNRWA Situation Report #164 on Gaza and the West Bank     |     
  • Fire breaks out Kolomteji area in Sundarbans     |     

কলাপাড়ায় বিএনপি'র নেতা কর্মীদের সতর্ক বার্তা দিলেন এবিএম মোশাররফ

রাজনীতি 2025-03-22, 11:42pm

an-extended-meeting-of-the-kalapara-upazila-and-mahipur-thana-and-municipal-units-of-bnp-was-held-on-saturday-b106a5bd8020911dbdfb72f0b54d536d1742665348.jpg

An extended meeting of the Kalapara Upazila and Mahipur Thana and municipal units of BNP was held on Saturday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু'র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। 

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সাবেক উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা বিএনপি'র আহবায়ক মো. মনিরুজ্জামান, সাবেক বিএনপি নেতা ও পৌর শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নুরুল হক মুন্সি,  কুয়াকাটা পৌর বিএনপি'র সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপি'র সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ প্রমূখ। 

সভায় উপস্থিত তৃনমুলের নেতা কর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের সমস্যাগুলো তুলে ধরেন। পরে দোয়া মিলাদ এবং ইফতার সমগ্রী বিতরণ করেন।

এর আগে কলাপাড়া অডিটোরিয়ামে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ বর্ধিত সভা। বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে দলের নির্ধারিত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন দখল, চাঁদাবাজিতে জড়িত নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে যেতে বলেন।

দলীয় সূত্র জানায়, ৫ আগস্টের পরে দলের অনেক নেতাকর্মীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করার পরও দখল, চাঁদাবাজি বন্ধ করা যায়নি। এতে ইমেজ সংকটে পড়ে বিএনপি। দলীয় ভাবমূর্তি অটুট রাখতে দল প্রয়োজনে যেকোনো সময় যে কাউকে বহিষ্কার করতে পারে বলে নেতাকর্মীদের সতর্কবার্তা দিলেন মোশাররফ। 

দলের আমন্ত্রিত নির্দিষ্ট নেতা কর্মী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি বর্ধিত সভার অডিটোরিয়ামে। তথ্য ফাঁস রোধে নেতাকর্মীদের অনেককেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। - গোফরান পলাশ