News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই: নাসির উদ্দীন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-23, 7:56am

948bb372e83965f0cf4e004406df9035517bcdfe73be5256-b5696cca2110f3334291a200214978c91742694990.jpg




আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে ক্যান্টনমেন্টসহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই-এটা শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেটে এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন  এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। ইনসেটে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেটে এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। 

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেটে এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে, তাদের সাথে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করে জানিয়ে দেন।

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনও সময়সীমা বেঁধে দেয়া হয়নি। আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে টাইমফ্রেম দেয়া হবে।

সেনাবাহিনীর চাপ প্রয়োগ বিষয়েটি নিয়ে কোনো দ্বিধা সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইফতারের আগ মুহূর্তে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হঠাৎ ক্ষিপ্ত হন কয়েকজন নেতা। কথাকাটির একপর্যায়ে শুরু হয় হাতাহাতির ঘটনাও।

এসময় সাংবাদিকরা পেশাগত দায়িত্বপালনকালে তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা ও হেনস্তা করেন এনসিপির একাংশের নেতাকর্মীরা। সময়।