News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

ফিলিস্তিনের আহবানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

রাজনীতি 2025-04-07, 12:11am

islami-andolan-dhaka-city-south-unit-brought-out-a-procession-in-support-of-global-strike-called-by-palestinians-on-sunday-22d277ffc78436c1a2df00b6b2a8a4251743963110.jpg

Islami Andolan, Dhaka City South Unit brought out a Procession in support of global strike called by Palestinians on Sunday.



ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।

সোমবার ফিলিস্তিনের আহবানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে আজ রাত ৯টায় বাইতুল মুকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপরোক্ত কথা বলেন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আরো বলেন, জারজ রাষ্ট্র ইসরায়েল এখনই বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমুহের প্রতি আহবান জানান।

বিক্ষোভ পরবর্তীত সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওলানা গোলামুর রহমান আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব এ আর খান, ছাত্রনেতা আরিয়ান ইমন প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি